জামিন পেলেন যুব তৃণমূল (TMC) নেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)। ২ দিনের পুলিশি হেফাজতের আর্জি খারিজ করে তাঁর জামিন মঞ্জুর করে দেয় আগরতলার আদালত (Agartala Court)। খুনের চেষ্টার অভিযোগে রবিবার আগরতলা পুলিশ গ্রেফতার করেছিল সায়নীকে।
জামিন পাওয়ার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সায়নী বলেন, 'সত্যের জয় হয়েছে'। এই সময়টিতে তাঁর পাশে দাঁড়ানোর জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন দলীয় নেতৃত্বকে। তাঁর কথায়, 'লড়াই এখনও শেষ হয়নি। বিজেপির বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলবে'।
জামিন পাওয়ার পর সায়নীকে আদালতের বাইরে স্বাগত জানান কুণাল ঘোষ (Kunal Ghosh), ব্রাত্য বসুর (Bratya Basu) মতো নেতারা।