দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে টলিউডের সুপারস্টার জিতের নতুন ছবি 'বাজি'। ইনস্টাগ্রামে নিজের আগামী ছবির ফাস্টলুক প্রকাশ্যে আনলেন অভিনেতা। নতুন ছবির নাম "রাবণ"। যা দেখে উচ্ছ্বাস অনুরাগীদের।
অন্যরকম চিত্রনাট্যের স্বাদ দিয়েছেন জিৎ। তাঁর নিজস্ব প্রোডাকশনের ছবি 'অসুর' প্রশংসা পেয়েছিল। 'রাবণ' ছবির ফাস্ট লুক দেখে মুগ্ধ প্রত্যেকেই। অভিনেতা জানিয়েছেন, তাড়াতাড়ি ছবির শুটিংয়ের কাজও শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন এম. এন. রাজ।
লাল চোখ, বড় চুল ও মুখে নৃশংসতা। জিতের এই আনকমন লুকে উচ্ছ্বসিত টলিউড তারকারাও। শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী, রুক্মিনী সহ অন্য সতীর্থরাও। ছবিতে জিতের সহ অভিনেতা কে থাকবেন, তা এখনও জানা যায়নি।