শৈশব মানেই একটা মধুর স্মৃতি । ছোটোবেলায় তো ফিরে যাওয়া আর সম্ভব নয় । কিন্তু, ছেলেবেলার ছবিগুলিকে আঁকড়েই যেন বেঁচে রয়েছে শৈশবের স্মৃতি । আজ শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় সেরকমই ছবি পোস্ট করে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত থেকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ।
বয়স যতই বাড়ুক, কিন্তু 'দিল তো বাচ্চা হ্যায় জি' । শিশু দিবসে অনেকটা এরকমই বলতে চাইলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) । ইনস্টাগ্রামে নিজের ছোটবেলার একটা ছবি শেয়ার করেছেন ঋতুপর্ণা । সেইসঙ্গে ক্যাপশনে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়ে একটি মিষ্টি বার্তা দিয়েছেন । তাঁর কথায়, প্রত্যেকের মধ্যেই শিশু সুলভ একটা দিক কোথাও না কোথাও লুকিয়ে থাকে । আর সেটাকেই দীর্ঘদিন বাঁচিয়ে রাখার পরামর্শ দিয়েছেন অভিনেত্রী ।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের স্ত্রী ও অভিনেত্রী অর্পিতা চট্টোপাধ্যায়ও(Arpita Chatterjee) ইনস্টাগ্রামে নিজের ছোটোবেলার ছবি পোস্ট করেছেন । ছবিতে ছোট্ট অর্পিতা পরেছে লাল ফ্রক, হাতে রয়েছে একটা বল । অর্পিতা জানিয়েছেন, এই ছবিটা তাঁর প্রিয় ছবির মধ্যে অন্যতম । অন্যদিকে, ঋদ্ধিমা ঘোষও(Riddhima Ghosh) তাঁর ছোটবেলার একটা দুষ্টু-মিষ্টি ছবি শেয়ার করে শিশু দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ।
Children's Day : শিশু দিবসে দেখে নিন এই বলিউড সিনেমাগুলি, ফিরে যান স্কুলের দিনগুলিতে
তবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়(Prasenjit Chatterjee) নিজের ছবি নয়, ছেলের ছবি পোস্ট করেছেন । তিনটি ছবির কোলাজে বিভিন্ন মুডে ছেলের সঙ্গে দেখা যাচ্ছে প্রসেনজিতকে । সেইসঙ্গে ক্যাপশনে লিখেছেন, 'শিশুরা সবসময় আপনার মন আনন্দ ও নিঃশর্ত ভালোবাসায় ভরিয়ে দেয়' ।