আইপিএল ট্রফির গায়ে সংস্কৃতে একটি লাইন লেখা রয়েছে। যার অর্থ, 'যেখানে প্রতিভা সুযোগের হাত ধরে'। কথাটি বর্ণে বর্ণে সত্য। একঝাঁক তরুণ ক্রিকেটার কেবল দারুণ পারফর্মই করেননি, সেই সঙ্গে বিপুল অর্থও উপার্জন করেছেন।
এক নজরে দেখে নিন তেমনই ৫ জন তরুণ ক্রিকেটারকে।
ভেঙ্কটেশ আইয়ার
আরব আমিরশাহিতে দুর্দান্ত ফর্মে ছিলেন ভেঙ্কটেশ আইয়ার। তাঁর দাপটেই ফাইনালে উঠেছিল কলকাতা নাইট রাইডার্স। গত বছর তিনি খেলেছিলেন ২০ লক্ষ টাকায়। তারপর তাঁর রোজগার বেড়েছে ৩৯০০ শতাংশ। ৮ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছে কেকেআর।
উমরান মালিক
উমরান মালিক আইপিএল ২০২১ সিজনে মাত্র ডিনটি ম্যাচ খেলেছেন। কিন্তু কাশ্মীরের ফাস্ট বেলারের দুরন্ত পেস নজর কেড়েছে গোটা দেশের। গত বছর তিনি খেলেছিলেন ১০ লক্ষ টাকায়। এই বছর সানরাইজার্স হায়দ্রাবাদ তাঁকে ধরে রেখেছে ৪ কোটি টাকায়।
ঋতুরাজ গায়কোয়াড়
পর পর দু'টি সিজনে দুর্দান্ত পারফর্ম করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। আগে তাঁর দর ছিল ২০ লক্ষ। কিন্তু ৬ কোটি টাকা দিয়ে তাঁকে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজের রোজগার বেড়েছে ২৯০০ শতাংশ।
আব্দুল সামাদ
চার কোটি টাকা দিয়ে কাশ্মীরের এই তরুণকে ধরে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তিনি আগে পেতেন ২০ লক্ষ টাকা। রোজগার বেড়েছে ১৯০০ শতাংশ।
আর্শদীপ সিং
পাঞ্জাব কিংস মাত্র দু'জন ক্রিকেটারকে ধরে রেখেছে। তাঁদের অন্যতম হলেন আর্শদীপ। তাঁর দাম এখন চার কোটি টাকা। আগে ছিল ২০ লক্ষ টাকা। রোজগার বেড়েছে ১৯০০ শতাংশ।
IPL retention list: ২৭ জনকে রেখে বাকি সব খেলোয়াড়কে ছেড়ে দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিরা, তালিকায় রয়েছে চমক