ছোটো থেকেই নানাভাবে বৈষম্যের শিকার হতে হয়েছে তাঁকে। তিনি নিশিকা গোমস, ভারতের প্রথম রূপান্তরকামী টেনিস কোচ। একসময় নিজের ওপর বিরক্ত হয়ে বাকি ছেলে বন্ধুদের মতোই হয়ে ওঠার কথাও ভেবেছিলেন। পুরুষের শরীর নিয়ে জন্মালেও তিনি যে একজন মহিলা। অবশ্য বহু যুদ্ধ পেরিয়ে এসে এখন স্বচ্ছন্দে নিজের পরিচয় দিতে পারেন।
কলেজ জীবনেই প্রথম খেলাধুলোর স্বাদ পান নিশিকা। ধীরে ধীরে তাঁর মানসিক অবসাদও অনেকটা কেটে যায়। মনোবিদের পরামর্শে আরও বেশি করে খেলাধুলোয় ডুবে যান তিনি। তবে প্রথাগতভাবে টেনিস শেখার শুরু আরও বেশ কয়েক বছর পর। ৩৭ বছর বয়সে এসে ক্লাবে যোগ দিলেন নিশিকা। আর ৪২ বছর বয়সের মধ্যেই জাতীয় স্তরে খেলার সুযোগও পেয়ে গেলেন। সম্প্রতি অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন থেকে শংসাপত্র নিয়ে তিনি টেনিসের প্রশিক্ষণ দেওয়াও শুরু করেছেন।