তিন কৃষি আইন (Farm Laws) প্রত্যাহারে সবুজ সংকেত দিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। এর ফলে খাতায়-কলমে কৃষি আইন প্রত্যাহারের উদ্যোগ শুরু হল। বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভার বৈঠক হয়। সেখানেই কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন শুরু হলেন আইন মেনে প্রত্যাহার করা হবে কৃষি আইন।
Saayoni Ghosh: ত্রিপুরায় জঙ্গলরাজ চলছে, কলকাতা ফিরে দাবি সায়নী ঘোষের
গত এক বছর ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেন। কিন্তু জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ওই ভাষণের পরেও আন্দোলন জারি রাখার কথা জানিয়েছে সংযুক্ত কিষান মোর্চা। কৃষক নেতারা জানিয়েছেন, সংসদীয় পদ্ধতি মেনে কৃষি আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। লখনৌতে মহাপঞ্চায়েত করে তাঁদের দাবি, MSP সংক্রান্ত প্রশ্নেও মাথানত করতে হবে সরকারকে।