নিজের স্কুলের ছাত্রীদের মাদক খাইয়ে (Drugged) শ্লীলতাহানি (Molestation) করার মারাত্মক অভিযোগ উঠল স্বয়ং স্কুলের প্রিন্সিপালের (Principal) বিরুদ্ধে।
ঘটনাটি উত্তরপ্রদেশের (Uttar pradesh) মুজফফরনগরের। অভিযোগ, ওই প্রিন্সিপাল এবং তাঁর এক সহকারি দশম শ্রেণির ১৭ জন ছাত্রীকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতির জন্য ডাকেন। তারপর সেখানেই তাদের মাদক খাইয়ে শ্লীলতাহানি করা হয়।
ঘটনাটি ঘটেছে গত ১৮ নভেম্বর।
এফ আইআরে লেখা হয়েছে, সংশ্লিষ্ট প্রিন্সিপাল ছাত্রীদের প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রস্তুতির জন্য তাঁর ওখানে রাতে থেকে যেতে বলেন। যে পরীক্ষাটি পরদিন সকালেই হওয়ার কথা ছিল অন্য একটি এলাকায়।
ছাত্রীদের অভিযোগ, তাদের খাবারের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে দিয়ে শ্লীলতাহানি করা হয়েছে।
স্থানীয় বিধায়ক প্রমোদ আটওয়ালের হস্তক্ষেপ না থাকলে পুলিশ তাঁদের অভিযোগ গ্রহণ করতে রাজি ছিল না বলেও ক্ষোভপ্রকাশ করেন ওই ছাত্রীদের অভিভাবকেরা।