ভারতে ক্রমশ ভয়াবহ চেহারা নিচ্ছে করোনা পরিস্থিতি। প্রতিদিন নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছে লক্ষ লক্ষ মানুষ। হাসপাতালে বেড নেই, অক্সিজেন মিলছে না। এই অবস্থায় মার্কিন নাগরিকদের ভারত ছাড়ার পরামর্শ দিল মার্কিন সরকার। চতুর্থ বা সর্বোচ্চ পর্যায়ের পরামর্শনামায় বলা হয়েছে, কোনও মার্কিন নাগরিক যেন এখন ভারত সফর না করেন। যাঁরা ভারতে আছেন, তাঁরা অনতিবিলম্বে ফিরে আসুন। এখন ভারত থেকে ১৪টি বিমান প্রতিদিন সরাসরি আমেরিকায় যাচ্ছে। এর বাইরে বেশ কিছু বিমান যাচ্ছে ইওরোপ হয়ে। সেগুলি করে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে মার্কিন নাগরিকদের।