সেনা প্রত্যাহার পর্ব চলাকালীনই আফগানিস্তানে(Afghanistan) নতুন করে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিল আমেরিকা। তবে তালিবানের আগ্রগতি ঠেকাতে নয়, আফগানিস্তানে কর্মরত আমেরিকার(AMERICA) নাগরিকদের ‘মসৃণ ভাবে’ দেশে ফেরাতে। জো বাইডেন সরকারের বিদেশ দফতর সূত্রের খবর, সে আমেরিকার নাগরিকদের পাশাপাশি আমেরিকায় ভিসার আবেদন মঞ্জুর হওয়া বিদেশিরাও এই সেনা-নিরাপত্তার সুযোগ পাবেন। মূলত কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর দেখভালের কাজেই লাগানো হবে ৩,০০০ সেনার নয়া বাহিনীকে।ব্রিটেন ও কানাডাও তাদের দেশের নাগরিকদের ফিরিয়ে আনার জন্য সেনা পাঠাচ্ছে আফগানিস্তানে।