বারাণসীর উন্নয়নই পথ দেখাবে ভারতকে। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে এমনটাই বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। প্রধানমন্ত্রী শুক্রবার জানান, "প্রাচীন ঐতিহ্যকে ধরে রেখেও উন্নয়ন সম্ভব। স্থানীয় কারিগরি ও দ্রব্যের ব্যবহারে শহরের পরিচিতি তৈরি হয়, সেটা দেখিয়ে দিয়েছে বারাণসী।"
প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র বারাণসী। শুক্রবার ভিডিও কনফারেন্সে সর্বভারতীয় মেয়র সম্মেলনে যোগ দেন তিনি। উত্তরপ্রদেশ সরকার ও কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রককে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি জানান, বারাণসীর উন্নয়ন গোটা দেশের রোডম্যাপ হয়ে উঠতে পারে। ঐতিহ্যকে ধরে রেখেই উন্নয়ন করা হয়েছে। যা বাকি দেশের কাছে শিক্ষনীয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ নাগরিকের সম্মান ভুটানের
দেশে সর্বস্তরে উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রী জানান, "সাধারণ মানুষ এগিয়ে আসলে যে কোনও শহরের উন্নয়ন ভাল হয়। NCC ক্যাডেটসরা কি তাঁদের নিজের শহরের দেশনায়কদের স্ট্যাচু রক্ষা করতে এগিয়ে আসবে! আমরাও ক্যাডেটসদের পথ দেখাতে পারি। মেয়ররাও তাঁদের এই কাজ নির্দিষ্ট করতে পারেন।"
বিদ্যুত বাঁচাতে সাধারণ মানুষকে LED বালব জ্বালানোর পরামর্শও দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহরের প্রত্যেক রাস্তা আলো বসানো নিয়েও মেয়রদের কাছে অনুরোধ করেন প্রধানমন্ত্রী।