বিরাট বেতনের চাকরির হাতছানি ছিল। কিন্তু ব্যাট-বলের অমোঘ আকর্ষণে সাড়া দিয়েছিলেন ভেঙ্কটেশ আইয়া (Venkatesh Iyer)। কলকাতা নাইট রাইডার্সের (KKR) নতুন তারকার স্বপ্ন ছিল BCCI সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পুরনো দলে খেলা। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে একথা জানিয়েছেন তিনি।
IPL 2021,KKR vs MI, Match: আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে হারিয়ে দিল কলকাতা নাইট রাইডার্স
বৃহস্পতিবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩০ বলে ৫৩ রান করেন আয়ার। রোহিত শর্মাদের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যকে সহজ করে দিয়েছিলেন তিনিই। আয়ারের ইনিংস সাজানো ছিল তিনটি ছয় এবং চারটি চার দিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরের বিরুদ্ধেও ২৭ বলে অপরাজিত ৪১ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। আইপিএল-এ ইতিমধ্যেই নজর কেড়েছেন এই ওপেনার।