বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ভিকি কৌশল(Vicky Kaushal)-ক্যাটরিনা কাইফ(Katrina Kaif)। বৃহস্পতিবার বিকেলে ভিকি-ক্যাট সাতপাকে বাঁধা পড়েছেন।ভিকি- ক্যাট দু'জনই সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে দর্শকদের ভালোবাসা আআর আশীর্বাদ চেয়ে নিয়েছেন।
রাজস্থানের(Rajasthan) সওয়াই মাধোপুরের ফোর্ট বারোয়ারা সিক্স সেন্সে অনুষ্ঠিত বিবাহ অনুষ্ঠানটি কার্যত চূড়ান্ত গোপনীয়তার সঙ্গেই সম্পন্ন হয়েছে। এমনকি সেখানে আগত অতিথিরা ফোন না ধরা এবং ফটো না তোলার নিয়ম মেনেই প্রবেশ করেছিলেন।
বিবাহ আয়োজনকারীরা(Wedding planners) নিশ্চিত করেছিলেন যেন বিবাহবাসরের কোনও ছবি বা ভিডিও জনসমক্ষে না পৌঁছায়। জানা গেছে, মঙ্গলবার মেহেন্দি(Mehendi) অনুষ্ঠানের পাশাপাশি ভিকির মা বীনা কৌশল এক ঐতিহ্যবাহী পাঞ্জাবী মহিলা সংগীতের(Sangeet) আয়োজন করেছিলেন।
বুধবার গায়ে হলুদের পর পুলসাইড সঙ্গীতের(poolside sangeet) আয়োজন করা হয়। সাত পাকে বাঁধা পড়ার আগে পাঞ্জাবী রীতি মেনে ভিকির সেহরাবন্দি(sehrabandi) অনুষ্ঠান হয়।
বলিউডের এই প্রেমিকযুগল একেবারে ঝাঁ-চকচকে স্টাইলেই তাঁদের বিয়ে সারলেন। জানা গেছে, বিয়ে হয়েছে একটি কাঁচের মন্ডপে, এর সাথে একটি সুসজ্জিত ঘোড়ার গাড়ি, এবং কনের জন্য পালকির ব্যবস্থা ছিল।
এদিকে, একটি OTT প্ল্যাটফর্ম ক্যাটরিনা এবং ভিকিকে তাঁদের বিয়ের যাবতীয় ছবিসংক্রান্ত স্বত্ত্ব কিনতে চেয়ে ১০০ কোটি টাকার প্রস্তাব দিয়েছে। যদি এই বিষয়ে এখনও পর্যন্ত ভিকি-ক্যাটরিনা মুখ খোলেননি বলেই খবর।