বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধতে চলেছেন ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) ও ভিকি কৌশল(Vicky Kaushal) । তার আগে সওয়াই মাধোপুরের বারওয়ারা ফোর্টের সিক্স সেন্স-এ শুরু হয়ে গিয়েছে প্রাক বিবাহ পর্বের অনুষ্ঠান । বুধবার এই তারকা জুটির মেহেন্দি (Mehendi)।
জানা গিয়েছে, 'ভিক্যাট'-এর মেহেন্দির অনুষ্ঠানের জন্য রাজস্থানের পালি জেলার সোজাত(Sojat) থেকে প্রায় ২০ কেজি 'অর্গানিক মেহেন্দি'(Organic Mehendi) পাউডার আনা হয়েছে । যার মূল্য প্রায় ৫০ হাজার থেকে ১ লাখ ।
সোজাতের মেহেন্দি সংস্থার মালিক নীতেশ আগরওয়াল(Nitesh Agarwal) জানিয়েছেন, 'ভিক্যাট'-এর মেহেন্দির জন্য তাঁদের তরফ থেকে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে মেহেন্দি পাঠানো হয়েছে । তবে সম্পূর্ণ বিনামূল্যে । এটা আসলে ভিকি ও ক্যাটরিনার বিয়েতে সোজাতের তরফ থেকে ছোট উপহার । তিনি আরও জানিয়েছেন, বিয়ের জন্য অর্গানিক মেহেন্দি তৈরি করতে তাঁদের প্রায় ২০ দিন সময় লেগেছে ।
মেহেন্দি পাউডার ছাড়াও, সাওয়াই মাধোপুরের বারোয়ারা ফোর্টে তারকা জুটির বিয়ের অনুষ্ঠানের জন্য ৪০০ মেহেন্দি কোন পাঠানো হয়েছে । বিয়েতে প্রায় ১২০ জন অতিথি নিমন্ত্রিত বলে জানা গিয়েছে । মেহেন্দি অনুষ্ঠানে বর ও কনের উভয়পক্ষ অংশ নেবেন বলে খবর ।
জানা গিয়েছে, ক্যাটরিনার মেহেন্দি করবেন বীণা নাগদা(Veena Nagda) । এর আগেও বহু সেলিব্রিটির বিয়েতে তাঁকে দেখা গিয়েছে ৷ কোনও নাম প্রকাশ না করে বিয়ের ভেন্যু থেকে তিনি একটি ইনস্টা স্টোরি শেয়ার করেছেন । তাছাড়া বীণা নাগদার ইনস্টাগ্রামে ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁর বেশ কয়েকটি ছবি রয়েছে । তাই বহু দিন থেকেই যে তাঁদের মধ্যে কাজের সম্পর্ক রয়েছে, তা একেবারে স্পষ্ট ।
ভিকি কৌশলের বড় পাঞ্জাবি পরিবার । তাঁর কাকা, কাকিমা, মামা, মামী ক্যাটরিনাকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে রয়েছেন । অন্যদিকে, বিয়ের জন্য ক্যাটরিনা কইফের মা, বোন এবং ভাই এবং ঘনিষ্ঠ বন্ধুরা লন্ডন থেকে এখানে এসেছেন ।
জানা গিয়েছে, মঙ্গলবার 'মহিলা সঙ্গীত'-এর মধ্যে দিয়ে এই হাইপ্রোফাইল পাঞ্জাবি বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে । ভিকির মা বীণা কৌশল এই সঙ্গীতের আয়োজন করেছিলেন । এই অনুষ্ঠানে 'ঢোলাকি' বাজিয়ে পাঞ্জাবি লোকগান গেয়েছেন ভিকির পরিবারের মহিলারা । আসলে এই অনুষ্ঠানের মাধ্যমে লন্ডন থেকে আসা ক্যাটরিনার পরিবার ও বন্ধুদের পাঞ্জাবি সংস্কৃতির স্বাদ দিতে চেয়েছিলেন ভিকির মা বীণা কৌশল ।