অপেক্ষার প্রহর গোনা শেষ । সোমবার রাতেই সপরিবারে রাজস্থানে(Rajasthan) পৌঁছে গিয়েছেন ভিকি কৌশল(Vicky Kaushal) ও ক্যাটরিনা কাইফ(Katrina Kaif) । কড়া নিরাপত্তার মধ্যে মঙ্গলবার থেকেই রাজস্থানের বারওয়ারা ফোর্টের সিক্স সেনসেস হোটেলে শুরু হয়ে গিয়েছে বিয়ের অনুষ্ঠান ।
মঙ্গলবার সঙ্গীত । বুধবার রয়েছে মেহেন্দির অনুষ্ঠান । জানা গিয়েছে, সঙ্গীতে ক্যাটরিনার 'বার বার দেখো'(Baar Baar Dekho) ছবির ‘কালা চশমা’(Kala Chasma) গানে নাচবেন তাঁরা । এছাড়াও তালিকায় রয়েছে ওই সিনেমার ‘নাচ দে নে সারি’(Nachde Ne Saare) গানটি । এই ছবিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে দেখা গিয়েছিল ক্যাটরিনাকে ।
এই হাই-প্রোফাইল বিয়েতে কোন কোন বলিউড তারকা উপস্থিত থাকবেন, এখন সেটাই দেখার । শোনা যাচ্ছে, করণ জোহর, সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আডবানি, বরুণ ধাওয়ান, কবীর খান-সহ বহু বলিউড তারকা 'ভিক্যাট'-এর বিয়েতে উপস্থিত থাকবেন ।