এতদিনে সবার জানা হয়ে গিয়েছে, বক্সিং চ্যাম্পিয়ন মাইক টাইসনকে (Mike Tyson) নিয়ে ছবি হচ্ছে বলিউডে, ছবির নাম লাইগার (Liger)। লাইগারের শুটিং শেষ। র্যাপ আপের দিনের ছবি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
র্যাপ আপ পার্টির আয়োজন করেছিলেন অনন্যা পাণ্ডে (Ananya Pandey), বিজয় দেবরাকোন্ডা (Vijay Deberakonda) এবং মাইক টাইসন (Mike Tyson)। ছবি দেখে বোঝাই যায় জমিয়ে খাওয়া দাওয়াও হয়েছে র্যাপ আপ পার্টিতে। ছবিতে রয়েছেন মাইকের স্ত্রী কিকি টাইসনও।
টাইসনের ভূমিকায় অভিনয় করেছেন 'অর্জুন রেড্ডি' খ্যাত দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা (Vijay Deverakonda)। ছবিটির প্রযোজনা করছেন করণ জোহরের ধর্মা প্রোডাকশন। পরিচালনায় দক্ষিণী পরিচালক পুরী জগন্নাদ। গোটা দেশ জুড়ে মুক্তি পাবে ছবিটি।
ছবিটির বাজেট নিয়ে ধোঁয়াশা আছে। বি-টাউন সূত্রে খবর, এই ছবির জন্য বিরাট অঙ্কের টাকা পাচ্ছেন মাইক টাইসন। সেই অর্থের পরিমাণ সুপারস্টার বিজয়ের পারিশ্রমিকের থেকেও সামান্য বেশি।
২০২২ এর প্রথমার্ধেই মুক্তি পাবে লাইগার।