পুজোয় কলকাতায় থাকেননি, এমনটা তাঁর ক্ষেত্রে আগে হয়নি, অথচ এ'বছর পুজোর অনেক আগে থেকেই কলকাতার বাইরে অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। কলকাতার পুজো মিসও করলেন না তেমন। আবার শোনা যাচ্ছে তাঁর নাকি হামেশাই শর্ট টার্ম মেমরি লসও হচ্ছে। তবে হ্যাঁ। সে সব রিল নয়, রিয়াল লাইফে। পরিচালক তথাগত মুখোপাধ্যায়ের হাত ধরে বলিউডে ডেব্যু করছেন অভিনেতা বিক্রম। ছবির নাম মেমোরি এক্স।
ছবিতে বিক্রম একেবারে মূল চরিত্রে। তাঁর চরিত্রটিই তিনবার তিন রূপে। শর্ট টার্ম মেমরি লস হয় সেই চরিত্রের। একদিকে জটিল মানসিক সমস্যা, অন্যদিকে প্রেম জীবনও অমসৃণ, কীভাবে সামলাবেন সব? উত্তর দেবে মেমরি এক্স। একইসঙ্গে পরিচালক এবং অভিনেতা, দু'জনেরই এই ছবি দিয়েই বলিউডে পা রখা। তাই দু'জনেরই ছবি নিয়ে রয়েছে অনেক প্রত্যাশা।