কমিশনের নির্দেশিকার পরেও কোভিড বিধিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মালদার বৈষ্ণবনগরে মিঠুনের সভায় উপচে পড়া ভিড়। দূরত্ববিধি না মানার অভিযোগ। উদ্যোক্তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন মালদার জেলাশাসক। এই তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ৫০০-র বেশি লোকের জমায়েত হয়েছে। এর ফলে একদিকে নির্বাচনী বিধি, অন্যদিতে কোভিড-বিধি ভঙ্গ হয়েছে। মিঠুনের বিরুদ্ধে ব্যবস্থার দাবি জানানো হবে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের আর্জি জানানো হবে।