দুবাইয়ে T20 বিশ্বকাপের (T20 World Cup 2021) প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান মহারণ (India vs Paksitan)। আবেগে ভাসছে দুই দেশের ক্রিকেট অনুরাগীরা। ভারত অধিনায়ক বিরাট (Virat Kohli) বললেন, কোনও আবেগ নেই তাঁদের। টিম ইন্ডিয়ার কাছে পাকিস্তান অন্য ম্যাচগুলোর মতোই গুরুত্বপূর্ণ।
চিরপ্রতিপক্ষ পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপে প্রথম ম্যাচ। দুবাইয়ে এই ম্যাচের সব টিকিট অনেকদিন আগেই বিক্রি হয়ে গিয়েছে। উত্তেজনায় ফুটছে দুই দেশের ক্রিকেটপ্রেমীরা। কিন্তু এসব নিয়ে কোনও ভাবেই ভাবতে রাজি নন টিম ইন্ডিয়ার কোনও সদস্য।
মহারণের আগে বুমরার প্রশংসায় মজলেন পাক পেসার মহম্মদ আমির
সীমান্তে রাজনৈতিক সমস্যার জন্য ২০১২ সালের পর থেকে বন্ধ হয়ে গিয়েছে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক ম্যাচ। T20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাঁচবারই হেরেছে। রবিবার ফের মুখোমুখি হবে দুই টিম।