দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলতে চান বিরাট কোহলি (Virat Kohli)। বুধবার সাংবাদিক বৈঠক করে এই সংক্রান্ত প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
কোহলি জানিয়েছেন, তিনি যদি টিমে সুযোগ পান, তাহলে অবশ্যই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলবেন। তাঁর দাবি, তিনি কখনওই না খেলার কথা বলেননি। এই সংক্রান্ত যাবতীয় জল্পনা ভিত্তিহীন।
সাংবাদিক বৈঠকে ওয়ান ডে দলের অধিনায়কত্ব হারানো নিয়েও মুখ খোলেন কোহলি। তিনি জানান, আগে থেকে তাঁকে এই বিষয়ে জানানো হয়নি। টিম নির্বাচনের আগে তিনি বিষয়টি জানতে পারেন।
ভারতের টেস্ট দলের অধিনায়কের মন্তব্য, "কোনও কিছুই আমাকে দেশের হয়ে খেলা থেকে আটকাতে পারবে না।"
সম্প্রতি টি২০ বিশ্বকাপে ব্যর্থতার পর টি২০ দলের অধিনায়কত্ব ছেড়ে দেন কোহলি। কিছুদিন পর তাঁকে ওডিআই দলের অধিনায়কত্ব থেকেও সরিয়ে দেওয়া হয়। এরপর এই প্রথম সাংবাদিক বৈঠক করলেন কোহলি।