করোনা পরিস্থিতির জন্য জঙ্গিপুর ও সামশেরগঞ্জের নির্বাচন পিছনোর সিদ্ধান্ত, জানাল নির্বাচন কমিশন।। ১৬ মে ভোটগ্রহণ হবে জঙ্গিপুর ও সামশেরগঞ্জে। জঙ্গিপুর ও সামশেরগঞ্জ এই দুই কেন্দ্রের প্রার্থীদের করোনায় মৃত্যু হয়। যার জেরে নির্ধারিত নির্বাচনের দিনে ভোটগ্রহণ হয়নি সেই দুই কেন্দ্রে। পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ১৩ মে এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ হবে। কিন্তু করোনা পরিস্থিতির কথা পর্যালোচনা করে তা পিছিয়ে ১৬ মে করা হল।