রবিবার রাতে একটানা বৃষ্টির(Rain) জেরে বিপর্যস্ত বেঙ্গালুরুর(Bengaluru) বিভিন্ন এলাকা । আল্লাসান্ড্রা হৃদের জল উপচে পড়ায় অধিকাংশ রাস্তাঘাট এখন জলের তলায় । রীতিমতো বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে । উদ্ধারকার্যে রাস্তায় নামানো হয়েছে নৌকা(Boat) ।
বৃষ্টিতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বেঙ্গালুরুর এলহাঙ্কা, নাগাওয়ারা, কোগিলু ক্রস এবং বিদ্যারণ্যপুর এলাকাগুলি । এলহাঙ্কায় ২৪ ঘণ্টায় প্রায় ১৩৪ মিমি বৃষ্টি হয়েছে । এদিকে, মৌসমভবনের তরফে সোমবার ও মঙ্গলবার বেঙ্গালুরুর, চিক্কামাগালুরু, হাসান, মাইসুরু সহ কর্ণাটকের দক্ষিণে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে ।
আরও পড়ুন, Andhra Pradesh rains update : অন্ধ্রপ্রদেশে টানা বৃষ্টিতে মৃত অন্তত ১৭, নিখোঁজ শতাধিক
গত কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা । তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে । এদিকে, রবিবার রাতের টানা বৃষ্টিতে ভয়াবহ পরিস্থিতি বেঙ্গালুরুর বিভিন্ন এলাকায় ।