রাজ্যজুড়ে শীতের(Winter) আমেজ । বাড়ছে উত্তুরে হাওয়ার দাপট । সোমবার, কলকাতায় আরও এক ডিগ্রি নামল পারদ । এদিন, কলকাতায়(Kolkata) সর্বনিম্ন তাপমাত্রা ২০.৬ ডিগ্রি সেলসিয়ায় । যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ।
এদিকে, পশ্চিমের জেলাগুলিতে শীতের আমেজ আরও বেশি । বীরভূম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরে তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে । তাই কালীপুজোর(Kalipuja) আগেই বাতাসে এখন হিমের পরশ ।
Kalipuja: নদীয়ায় এখনও হয় ১১০ বছরের ডাকাতে কালীপুজো
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, কালীপুজো থেকে ভাইফোঁটা জুড়ে মনোরম আবহাওয়া থাকবে । রাতের দিকে পারদ আরও নামবে । তবে, শীত আসতে এখনও দেরি । তার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে ।