রোদ উঠলে গরম লাগছে। আবার সন্ধে নামলেই শীতের আমেজ। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহেই নামছে শহর ও শহরতলির তাপমাত্রা। আবহাওয়া দফতরের মতে, শীত জাঁকিয়ে পড়তে আরও কিছুদিন সময় লাগবে। কিন্তু শীতের উপস্থিতি বেশ ভালো করেই টের পাচ্ছে রাজ্যবাসী।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। দমদম ও সল্টলেকে আবার তাপমাত্রা কলকাতার থেকে বেশি ছিল। এই এলাকায় ১৯-২০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে পারদ। তবে শহরতলি ব্যারাকপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।
চলতি বছর অক্টোবরের শেষদিকে উত্তর ভারতের পাহাড়গুলোতে তুষারপাত হয়েছে। সেই তুষারপাতের জেরেই গাঙ্গেয় উপকূলে উত্তরের হাওয়া ঢুকছে বলে অনুমান আবহাওয়াবিদদের। এখনই রাজ্যের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের মতো জেলাগুলোতে রাতের তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করেছে।