দুর্যোগ কাটতেই শীতের প্রত্যাবর্তন। কলকাতা সহ গোটা রাজ্যে ক্রমশ জাঁকিয়ে শীত পড়ার ইঙ্গিত মিলেছে।
কলকাতায় (Kolkata) কুড়ির নিচে নামল পারদ। বুধবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা (Lowest Temperature) ১৯.১ ডিগ্রি সেলসিয়াস। যদিও তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। কলকাতা-সহ বিভিন্ন জেলায় সকাল থেকে কুয়াশা (Fog)।
আলিপুর আবহাওয়া দফতরের (Alipore Meteorological Department) পূর্বাভাস, এখন থেকে নিয়মিত নামবে পারদ। সপ্তাহ শেষে কলকাতা ছাড়াও বেশ কয়েকটি জেলায় স্বাভাবিকের থেকে নীচে নামতে পারে তাপমাত্রা। তবে জাঁকিয়ে শীতের জন্য আরও কিছুদিনের অপেক্ষা করতে হবে।
Mamata Banerjee: বাকি সব পুরসভায় নির্বাচন কবে, জানিয়ে দিলেন মমতা
এদিকে ভিআইপি রোড (VIP Road), এয়ারপোর্ট (Airport) এলাকায় সকালে ঘন কুয়াশা। কলকাতা বিমানবন্দরে উড়ান চলাচলে সমস্যা হয়। বুধবার সকালে শহরের অধিকাংশ জায়গায় দৃশ্যমানতা কমে যায়। কলকাতা বিমানবন্দরে দৃশ্যমানতা কমে হয় ১০০ মিটার। এর ফলে বেশ কয়েকটি বিমান দেরিতে উড়েছে। বেলা বাড়লে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।