জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগ (EPL)। শীর্ষে থাকা চেলসিকে (Chelsea) হারিয়ে লিগ টেবিলের লড়াই জমিয়ে দিল ওয়েস্ট হ্যাম (West Ham)।
লিগের পয়েন্ট তালিকায় উপরের দিকে থাকা লিভারপুলকে আগেই হারিয়েছিল ওয়েস্টহ্যাম।৷ এবার তাদের কাছে হারতে হল চেলসিকে। গত ৭ই নভেম্বর নিজেদের মাঠে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়েছিল ওয়েস্টহ্যাম। এর পর আর জয়ের দেখা পায়নি তারা। উলভারহ্যাম্পটন এবং ম্যাঞ্চেস্টার সিটির কাছে তারা হারের সম্মুখীন হয়। ব্রাইটনের বিপক্ষে ১-১ গোলে ড্র করে টানা তিন ম্যাচে জয়হীন ছিল তারা। তবে নিজেদের ঘরের মাঠে শনিবার চেলসিকে হারিয়ে ডেভিড ময়েসের দল এ দিন লিগের শিরোপা জয়ের লড়াই একেবারে জমিয়ে দিল।
চেলসি ও ওয়েস্টহ্যাম দু'টিই লন্ডনেরই ক্লাব। থমাস টুচেলের দলকে ৩-২ গোলে হারিয়ে লন্ডন ডার্বিতে শেষ হাসি হাসল ওয়েস্টহ্যাম। এ দিন পরপর দু'বার পিছিয়ে পড়েও লড়াইয়ে ফিরে এসে শেষ মুহূর্তে গোল করে জিতল ওয়েস্টহ্যাম।