২০১৫ সালের হিট ছবি বজরঙ্গী ভাইজান(Bajrangi Bhaijaan)-এর সিক্যুয়াল আসছে । রবিবার এক অনুষ্ঠানে এমনটাই ঘোষণা করেছিলেন সলমন খান । কিন্তু, তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে একেবারে অন্য কথা শোনালেন পরিচালক কবীর খান(Kabir Khan) । তিনি জানান, ছবির স্ক্রিপ্ট কিংবা আইডিয়া কোনওটাই এখনও চূড়ান্ত হয়নি ।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কবীর খান বলেন, "সলমন কিছু একটা ঘোষণা করেছেন ঠিকই । কিন্তু, এখনও আমাদের স্ক্রিপ্টও(Script) তৈরি হয়নি । এমনকী ছবির আইডিয়াও(Idea) চূড়ান্ত হয়নি । সেক্ষেত্রে এখন এই বিষয়ে বলার মতো কিছুই নেই ।"
রবিবার মুম্বইয়ে 'আরআরআর'(RRR) ছবির প্রি-রিলিজ(Pre-Release) অনুষ্ঠানে সলমন খান ঘোষণা করেন 'বজরঙ্গী ভাইজান'-এর সিক্যুয়াল তৈরি হচ্ছে । এদিন সলমন জানান, রাজামৌলি ও তাঁর বাবার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো । তিনি বজরঙ্গী ভাইজানের চিত্রনাট্য লিখেছিলেন । শীঘ্রই আমরা 'বজরঙ্গী ভাইজান ২'(Bajrangi Bhaijaan 2)-এ একসঙ্গে কাজ করব ।
আরও পড়ুন, Year Ender 2021: ওটিটি-তে মুক্তি পাওয়া বছরভরের সাড়া জাগানো হিন্দি ছবি
এই মুহূর্তে '৮৩'(83) ছবির প্রমোশনে ব্যস্ত রয়েছেন পরিচালক কবীর খান । এই ছবিতে কপিল দেবের চরিত্রে অভিনয় করছেন রণবীর সিং(Ranveer Singh) । ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়ের সেই ঐতিহাসিক মুহূর্তকে তুলে ধরা হয়েছে ।
অন্যদিকে, 'টাইগার থ্রি'(Tiger 3)-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন সলমন খান । একইসঙ্গে বিগবস ১৫(Big Boss 15)-এর সঞ্চালনা করছেন ভাইজান ।