১৪৪ ওয়ার্ড। ৯৫০ জন প্রার্থী।
আর কয়েকঘণ্টা পরেই ভোট কলকাতা পুরসভায়। রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার কোভিড বিধি মেনেই ভোটগ্রহণ নেওয়া হবে। ভোট হবে সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ভোট দেবেন শহরের ৪০ লক্ষ ৪৮ হাজার ভোটার।
১৯৯৫ সাল থেকেই কলকাতা পুরসভার এক-তৃতীয়াংশ আসন মহিলাদের জন্য সংরক্ষিত। এবার ৯৫০ জন প্রার্থীর মধ্যে মহিলা প্রার্থী ৪০২ জন। তাঁদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মহিলা প্রার্থী শাসক তৃণমূল কংগ্রেসের।
আরও পড়ুন : বহু টানাপোড়েন পেরিয়ে রবিবার দেড় বছরের বকেয়া ভোট কলকাতায়
বড় লাল বাড়ি দখলের এক বছর আগে ছোট লালবাড়ি অর্থাৎ কলকাতা পুরসভা দখল করেছিল তৃণমূল কংগ্রেস। এবারও প্রথম দল হিসাবে প্রার্থী তালিকা ঘোষণা
করেছে ঘাস-ফুল। ১৪৪টি ওয়ার্ডে প্রার্থী দিযেছে তারা। প্রতি ওয়ার্ডে প্রার্থী আছে রাজ্যের বিরোধী দল বিজেপির। ১২৭টি ওয়ার্ডে প্রার্থী দিয়েছে বামেরা। ১৭টি ওয়ার্ডে
তারা সমর্থন করছে অ-তৃণমূল, অ-বিজেপি প্রার্থীকে।
ইস্তেহার প্রকাশেও ভোট ময়দানে বিজেপিকে টেক্কা দিয়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে পুরভোট হবে সিসি ক্যামেরার নজরদারিতে।
রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছে, গণনা ২১ ডিসেম্বর।