এটিকে-মোহনবাগানে (ATKMB) গৃহিত স্প্যানিশ কোচ অ্যান্তেনিও লোপেস
হাবাসের (HABAS) পদত্যাগ পত্র।
এই মরসুমে ইন্ডিয়ান সুপার লিগে (ISL) গত চার ম্যাচে জয় অধরা এটিকে-মোহনবাগানের। সেই দায় নিয়ে শনিবার কোচের পদ থেকে পদত্যাগ করেন
স্প্যানিশ কোচ।
আরও পড়ুন : চার ম্যাচে জয় নেই, দায়িত্ব ছাড়লেন এটিকে মোহনবাগানের কোচ হাবাস
এটিকে-মোহনবাগানের তরফে জানানো হয়েছে, হাবাসের ইস্তফা গৃহিত হয়েছে।
অন্তর্বর্তী কোচ হিসাবে হাবাসের সহকারি ম্যানুয়েল কাসকালেনার নামও ঘোষণা
করা হয়েছে।
আইএসএলে এটিকে-মোহনবাগানের পরের ম্যাচ ২১ ডিসেম্বর। প্রতিপক্ষ নর্থ-ইস্ট
ইউনাটেড।