নয়াদিল্লির (NEW DELHI) রোহিণী আদালতে (ROHINI COURT) বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত সন্দেহে গ্রেফতার এক বিজ্ঞানী। পুলিশি জেরায় বিজ্ঞানী কবুল করেছেন, এক আইনজীবীকে খুন করতে তিনি বিস্ফোরক নিয়ে আদালতে এসেছিলেন। ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য নমুনা পরীক্ষার পর তল্লাশি চালিয়ে শনিবার ডিআরডিও-র (DRDO) ওই বিজ্ঞানীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।
প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল, আদালতের ভিতরে একটি ল্যাপটপ (LAPTOP) থেকে বিস্ফোরণ হয়। ব্যাগের ভিতরে থাকা ওই ল্যাপটপটির ব্যাটারিতে কোনও সমস্যা থাকায় সেটি ফেটেছে বলে মনে করা হচ্ছিল। নেহাতই দুর্ঘটনা নাকি এর নেপথ্যে কোনও ষড়যন্ত্র, তা খতিয়ে দেখতে তদন্তে নামে পুলিশ। দেখা যায়, দ্বিতীয় তত্বেই কার্যত সিলমোহর পড়ছে।
গত ৯ তারিখ দিল্লির রোহিণী আদালতের ১০২ নং কক্ষে মৃদু বিস্ফোরণ (BLAST)ঘটে। আহত হন এক নিরাপত্তারক্ষী। ওইদিন সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ এজলাস চলাকালীন বিস্ফোরণের শব্দ পেয়ে গোটা আদালত চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দ্রুত খবর দেওয়া হয় দমকল এবং পুলিশে।