মুকেশ আম্বানির(Mukesh Ambani) সংস্থা JioMart-এর বিভিন্ন আকর্ষণীয় অফার এবং বিরাট অঙ্কের ছাড় ঐতিহ্যবাহী ব্যবসায়ী এবং দীর্ঘদিনের বিক্রেতাদের মনে রীতিমতো ভয় ধরাচ্ছে।
রয়টার্সের(Reuters) রিপোর্ট বলছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রোডাক্ট ডিস্ট্রিবিউটর ফেডারেশন(AICPDF) উপভোক্তা সংস্থাগুলিকে চিঠি দিয়েছে। চিঠিতে তাঁদের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। রিলায়েন্সের(Reliance) মতো পণ্য বিপনী সংস্থার সঙ্গে সাযুজ্য রেখে তাঁদেরও ব্যবসা করতে দিতে হবে।
বর্তমানে আরও বেশি সংখ্যক দোকান তাদের আউটলেটে পণ্য মজুতের ক্ষেত্রে JioMart অ্যাপ ব্যবহার করছে। এর ফলশ্রুতিতে Jio-এর মতো আকর্ষণীয় ছাড় জায়গা দিতে পারছে না এমন ব্যবসায়ীদের পণ্যকে তারা আর নিতে চাইছে না।
বিক্রেতাদের সংগঠন জানিয়েছে ১ জানুয়ারির পরেও যদি এই ধরনের কার্যকলাপ চলতে থাকে এবং তাঁদের ব্যবসা লাগাতার ক্ষতির সম্মুখীন হয়; তবে বিক্রেতারা বাধ্য হয়েই অসহযোগ আন্দোলনে(Non-Cooperation Movement)) যেতে বাধ্য হবে।
বিক্রেতাদের সংগঠনটি রেকিট(Reckitt), হিন্দুস্তান ইউনিলিভার(Hindustan Unilever), কোলগেট(Colgate) সহ আরও ২০টি ভোগ্যপণ্য সংস্থার কাছে তাঁদের এই দাবি নিয়ে চিঠি পাঠিয়েছে।