বিরাটের (VIRAT KOHALI) ‘অ্যাটিটিউড’ ভাল লাগে তাঁর। বক্তা ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট (BCCI) সৌরভ গঙ্গোপাধ্যায় (SOURAV
GANGULY)। একইসঙ্গে সৌরভ মনে করেন, বিরাট একটু বেশি ঝগড়া করে ফেলেন।
মাত্র পাঁচ দিনের আগের কথা। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে মুম্বইয়ে সাংবাদিক বৈঠকে ভারতের ক্রিকেট সংসারে কী চলছে, তা নিয়ে বোমা ফাটিয়েছিলেন ভারতের
টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। অভিযোগ করেছিলেন, তাঁর অজান্তেই তাঁকে ছেঁটে ফেলা হয়েছিল একদিনের অধিনায়কের পদ থেকে। তারপর জুহুর বিচে
আরব সাগরের অনেক ঢেউ এসেছে আবার গিয়েছে।
আরও পড়ুন : ROHIT IN NCA: শিক্ষক রোহিত শর্মা ! নিলেন যুব ক্রিকেটার ক্লাস
ঠিক পাঁচ দিন পরে গুরুগ্রামে এক অনুষ্ঠানে একথা বলে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বুঝিয়ে দিলেন, ভিতরে যাই হোক না কেন, বাইরে ভারতীয় ক্রিকেটের
ভাবমূর্তি এখনও একজোট। ওই অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘বিরাটের অ্যাটিটিউড আমার খুব ভাল লাগে।’ সৌরভ একইসঙ্গে মনে করেন, ভারতের টেস্ট অধিনায়ক
একটু বেশি ঝগড়া করে ফেলেন।
বোর্ডের অন্দরে বিরাটকে একদিনের ক্রিকেটের অধিনায়কের পদ থেকে সরানো নিয়ে যতই বিবাদ থাকুক, সৌরভ এখনও মনে করেন তাঁর কাছে কোহলি এখনও
একজন সেরা অধিনায়ক।