Cryptocurrency Bill: ২৯ নভেম্বর শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে (Winter Session) মোট ২৬টি বিল আনতে চলেছে মোদী সরকার। তার মধ্যে কৃষি আইন প্রত্যাহারের পাশাপাশি রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাসঙ্গিক ক্রিপ্টোকারেন্সি বিল।
ব্লকচেনের অন্তর্গত ডিজিটাল মুদ্রা (Dijital Currency) ক্রিপ্টোকারেন্সি (Cryptocurrency)। সাম্প্রতিক কালে ভারতের বাজারে ঢুকে পড়েছে এই ডিজিটাল মুদ্রা। বিগত কিছুদিন ধরেই এই প্রসঙ্গে সরকারি অভিমুখ কী হবে, তা নিয়ে আলোচনা চলছিল।
সামগ্রিক নিষেধাজ্ঞার পথে না হেঁটে, ডিজিটাল মুদ্রাকে সরকারি নিয়ন্ত্রণের আওতায় আনার রূপরেখা তৈরি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। সূত্রের খবর, আসন্ন শীতকালীন অধিবেশন এই সংক্রান্ত ‘দ্য ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অব অফিশিয়াল ডিজিটাল কারেন্সি বিল, ২০২১’, পাশ করাচ্ছে মোদী সরকার।