বিরাট পারেননি, কিন্তু মনপ্রীত পারলেন।
ঢাকায় এশীয় হকিতে পাকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালের পথে ভারত। ম্যাচে জোড়া গোল করে ভারতের জয়ের নায়ক হরমনপ্রীত সিং।
ম্যাচের ৮ মিনিট ও ৫৩ মিনিট দু’টি পেনাল্টি কর্নার থেকে গোল করেন হরমনপ্রীত। অন্যটি ফিল্ড গোল। ৪২ মিনিটে তা করেন টোকিয়ো অলিম্পিক্সে দলে সুযোগ না
পাওয়া আকাশদীপ সিং। ফের জাতীয় দলে জায়গা করে নেওয়া আকাশদীপের এশীয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে এটি দ্বিতীয় গোল। ৪৫ মিনিটে পাকিস্তানের একমাত্র গোলটি
করেন জুনেইদ মনজুর।
পাকিস্তান দু’ম্যাচের পরেও জয়হীন রইল। প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে তাদের ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়েছিল। ভারত প্রথম ম্যাচে কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ
শেষ করেছিল ২-২। পাঁচ দলের এই প্রতিযোগিতায় ইতিমধ্যেই তিন ম্যাচে সাত পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে রয়েছে ভারত। রবিবার শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে
খেলবেন হরমনপ্রীতেরা।