আফগানিস্তানে যাবতীয় সাহায্য প্রদান বন্ধ করল বিশ্ব ব্যাঙ্ক। আর্ন্তজাতিক সংস্থাটি জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে তারা অত্যন্ত উদ্বিগ্ন। বিশেষ করে তালিবান শাসনে মহিলাদের অবস্থা নিয়ে চিন্তা বেড়েছে। আগামী ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান ছেড়ে চলো যাওয়ার কথা মার্কিন সেনার। তার আগে তালিবান রাজত্বে বিভিন্ন উদ্বেগজনক খবর সামনে আসছে। এই অবস্থা আফগানিস্তানকে আর কোনো সাহায্য করা হবে না বলে বিবৃতি দিল বিশ্ব ব্যাঙ্ক।
এর আগেই ওয়াশিংটন জানিয়েছে, আফগানিস্তানের যে সোনা এবং অর্থ বিশ্বের অন্য দেশে রয়েছে, তার কোনোকিছুই তালিবান সরকারকে দেওয়া হবো না.
ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বা আইএমএফ আফগানিস্তানের সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করেছে। ৩৭০ মিলিয়ন ডলারের যে বিপুল লোন পাওয়ার কথা ছিল আফগানিস্তানের, তা-ও দেওয়া হবে না।