বেশি আয়ের দেশ, কম ও মধ্য আয়ের দেশের মধ্যে টিকাকরণ নিয়ে যে ব্যবধান তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসাস। তাঁর মতে টিকা বিরোধীতার জেরে গোটা বিশ্ব এখন সঙ্কটের মুখে রয়েছে। প্যারিসের শান্তি ফোরামে এ প্রসঙ্গে তিনি বলেন, "আমার মনে হয় আমি একধাপ এগিয়ে যেতে চাই। গোটা বিশ্ব টিকা বিরোধীতার জেরে সঙ্কটের মুখেই নয়, আসলে বিশ্ব টিকা বিরোধীতার মধ্যেই রয়েছে।" তিনি আরও বলেন, কমপক্ষে ৬ কোটি ৩০ লাখ করোনা টিকার ডোজ বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। কিন্তু, সেই দেশগুলির জনসংখ্যার কাছে সেই পরিমাণ মাত্র ০.৫ শতাংশ।