দেশে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমণ। এই কঠিন সময় ভারতের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে একাধিক দেশ। এ বার সেই তালিকায় যুক্ত হল চিন। করোনা মোকাবিলায় ভারতকে সাহায্য করতে চেয়ে বার্তা দিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এ প্রসঙ্গে সেই দেশের একটি সংবাদ সংস্থাকে জিনপিং বলেছেন, এই মুহূর্তে সম্পূর্ণভাবে ভারতের পাশে রয়েছে চিন। এই লড়াইয়ে ভারতের হাত মজবুত করার জন্য যথা সম্ভব চেষ্টা করবে তারা।
চিনা সংবাদ মাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই ভারতকে ৫ হাজার ভেন্টিলেটর ও ২১ হাজার অক্সিজেন জেনারেটর দিয়েছে চিন। এছাড়া প্রতিশ্রুতি মতো ২৫ হাজার অক্সিজেন কনসেনট্রেটরও ভারতকে দিয়েছে তারা।