Year ender 2021 : আদর্শ গৌরব থেকে সামান্থা, অভিনয় দক্ষতার মাধ্যমে বিশেষ ছাপ রেখেছেন যাঁরা...

Updated : Dec 20, 2021 18:51
|
Editorji News Desk

ওটিটি(OTT) প্ল্যাটফর্ম হোক কিংবা সিনেমা(Cinema) । ২০২১ সাল দর্শকদের উপহার দিয়েছে ভালো বিষয়বস্তু, আকর্ষণীয় প্লটলাইন আর অসাধারণ কয়েকজন অভিনেতা ও তাঁদের পারফরম্যান্স । স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলির(Streaming Platform) সুবাদে প্রথম সারির নায়ক-নায়িকাদের সঙ্গে পাল্লা দিয়ে লাইমলাইট কেড়েছেন অনেক প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রীও । তাঁরা নিজেদের অভিনয় শৈলী ও প্রতিভা দেখানোর একটা প্ল্যাটফর্ম পেয়েছেন । এমন কিছু অভিনেতা রয়েছেন যারা প্রমাণ করেছেন, উপযুক্ত চরিত্র ও সঠিক সুযোগ অনেক কিছু বদলে দিতে পারে ।

আদর্শ গৌরব, দ্য ওয়াইট টাইগার

নেটফ্লিক্সের 'দ্য ওয়াইট টাইগার'(The White Tiger) ছবির মাধ্যমে প্রথম আত্মপ্রকাশ করেন আদর্শ গৌরব(Adarsh Gourav) । এই ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra) ও রাজকুমার রাও(Rajkumar Rao)-এর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাঁকে । তাঁর এই ডেবিউ ছবিতে অসাধারণ পারফরম্যান্সের জন্য BAFTA-এ মনোনীত হন তিনি । প্রথম অভিষেকেই এই কৃতিত্ব খুব কমই অর্জন করতে পারে । এরপর জোয়া আখতারের আগামী ছবি 'খো গ্যায়ে হাম কাহান'-এ দেখা যাবে আদর্শকে । শুধু তাই নয়, মেরিল স্ট্রিপ, কিট হ্যারিংটন, সিয়েনা মিলারের মতো হলিউড তারকাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে 'এক্সট্রাপোলেশনস' ছবিতে ।


অনুপম ত্রিপাঠি, স্কুইড গেম

দক্ষিণ কোরিয়ায় থিয়েটার ও ছোটখাটো ছবিতে গান গেয়েই পেট চালাতেন ৩৩ বছরের অনুপম ত্রিপাঠি(Anupam Tripathi) । কিন্তু, কোরিয়ান ডিস্টোপিয়ান শো 'স্কুইড গেম'(Squid Game)-এর বিশ্বব্যাপী সাফল্য তাঁর জীবন বদলে দেয় । আলি আব্দুল চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হন অনুপম । বিশ্বব্যাপী দর্শকদের মনে জায়গা করে নেন তিনি ।


সামান্থা রুথ প্রভু, দ্য ফ্যামিলি ম্যান ২

অ্যামাজন প্রাইম ভিডিও সিরিজের 'দ্য ফ্যামিলি ম্যান ২'(The Family Man 2)-এর রাজ্যলক্ষ্মী সেকরন চরিত্রটি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছে । এই চরিত্রে অভিনয় করেছেন সামান্থা(Samantha Ruth Prabhu) । এই দক্ষিণী অভিনেত্রী তামিল সন্ত্রাসবাদী রাজির চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে ছাপ ফেলে দিয়েছে । এই শো তাঁকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায় । এমনকী, বলিউডে খুব তাড়াতাড়ি ডেবিউ করতে চলেছেন সামান্থা । সামান্থা এই মুহূর্তে মুম্বইতেই রয়েছেন এবং হিন্দি শিখছেন । তাপসী পান্নুর হোম প্রোডাকশনের ছবিতে তাঁকে দেখা যাবে ।

কঙ্কনা সেনশর্মা, গিলি পুচ্চি-অজিব দাস্তান

ছবিতে প্রতিটি চরিত্র নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন অভিনেত্রী কঙ্কনা সেনশর্মা(Konkona Sen Sharma) । আজ পর্যন্ত তিনি কখনও দর্শকদের নিরাশ করেননি । অভিনয়ের দক্ষতায় বারবার মন জয় করে নিয়েছেন তিনি । নেটফ্লিক্স অ্যান্থলজি 'আজিব দাস্তানস' গল্পের অংশ 'গিলি পুচ্চি'-তে তাঁর চরিত্রকে দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছেন কঙ্কনা । এই ছবিতে একজন কারখানার কর্মীর চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা । যিনি তাঁর কাজের জায়গায় লিঙ্গ ও বর্ণের কারণে বৈষম্যের শিকার হয়েছেন ।

সানিয়া মালহোত্রা, পাগলাইত

‘পাগলাইত’ ছবিতে মুখ্য ভূমিকায় এক বিধবা নারী । এই ছবিতে সানিয়া মালহোত্রা একজন তরুণ বিধবার আত্ম-আবিষ্কারের যাত্রার একটা তেঁতো-মিষ্টির গল্প বলেছেন । এই সিনেমায় দেখা গিয়েছে যে বিয়ের পর একটা মেয়ের জীবনের সমস্ত সিদ্ধান্ত কীভাবে পুরুষদের হাতে চলে যায় । পুরুষতান্ত্রিক সমাজের সেই চিত্র এই সিনেমায় ফুটে উঠেছে ।


অমৃতা সুভাষ, বোম্বে বেগমস

অমৃতা সুভাষ চলচ্চিত্র ও থিয়েটার জগতে কোনও নতুন মুখ নন । ন্যাশনাল স্কুল অফ ড্রামা স্নাতক অমৃতা ইতিমধ্যে কয়েকটি মারাঠি ছবিতে তাঁর ছাপ ফেলেছেন । জোয়া আখতারের ছবি 'গালি বয়'-এ রণবীর সিং-এর মা রাজিয়া হিসাবে মূলধারার হিন্দি সিনেমায় পা রেখেছিলেন । এরপর অমৃতা নেটফ্লিক্স সিরিজ বোম্বে বেগমস-এ একজন বার ডান্সার লিলির চরিত্রে অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা অর্জন করেন ।

Adarsh GouravAnupam TripathiSamantha Ruth PrabhuYear Ender 2021

Recommended For You

editorji | বিনোদন

Dev Khaddan : ছক ভেঙে মধ্যরাতে মুক্তি, পুষ্পাকে দেবের রির্টান গিফট খাদান

editorji | বিনোদন

Khadaan vs Pushpa 2: আল্লুর দাপটে কোণঠাসা দেব? 'পুষ্পা' বনাম 'খাদান', কার পাল্লা ভারী? খোঁজ নিল এডিটরজি

editorji | বিনোদন

Khadaan VS Sontan : দেবের খাদান নাকি মিঠুনের সন্তান, কার পাল্লা ভারী ?

editorji | বিনোদন

Emraan Hashmi Kissing : স্ত্রীয়ের চড় থেকে নায়িকার মুখের দুর্গন্ধ, ইমরান হাসমির 'কিস'-কা কিস্সা

editorji | বিনোদন

Pushpa 2: আল্লু জেলে যেতেই শাপে বর! ১১ দিনে কোন কোন রেকর্ড ভাঙল পুষ্পা-২ ?