দেখতে দেখতে পেরিয়ে গেল একটা বছর। আরও বেশ কিছুটা সাবালক হল বলিউডের বিনোদন জগত। অতিমারীর কারণে বড়পর্দায় রিলিজ করল না বেশ কিছু ছবি। কিন্তু বিনোদনের নতুন ঠিকানা এখন ওটিটি প্ল্যাটফর্ম। অ্যামাজন-নেটফ্লিক্সে মুক্তি পেল নতুন বেশ ক'টি সাড়া জাগানো হিন্দি ছবি।
আসুন, একবার ফিরে দেখা যাক সেসব
সর্দার উধম/ অ্যামাজন প্রাইম
সুজিত সরকারের (Soojit Sircar) পরিচালনায় রুপোলি পর্দায় ফুটে উঠল বিপ্লবী সর্দার উধম সিং (Sardar Udham)-এর জীবন, জালিয়ানওয়ালাবাঘ হত্যাকাণ্ড এবং তার পরবর্তী ঘটনাবলি। জেনারেল ও'ডায়ারকে হত্যা করা উধম সিং-এর চরিত্রে অভিনয় করলেন ভিকি কৌশল (Vicky Kaushal)। অ্যাকাডেমি পুরস্কারের মঞ্চে ভারতীয় সিলেকশনের দৌড়েও একেবারে প্রথম দিকেই ছিল সর্দার উধম।
শেরশাহ/ অ্যামাজন প্রাইম
২০২১ এ দর্শকের মন জয় করেছে আরও একটি বায়োপিক, শেরশাহ(Sershah)। কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বত্রার জীবন নিয়েই ছবি। পরিচালনায় বিষ্ণুবর্ধন। এ ছবির নায়ক সিদ্ধার্থ মালহোত্রা(Siddharth Malhotra)। ক্যাপ্টেন বিক্রমের বাগদত্তার ডিম্পল চিমার ভূমিকায় কিয়ারা আদবানিও (Kiara Advani) অসামান্য। ছবির গান 'রাতে লম্বিয়া' তো সবার মুখে মুখে।
মিমি/ নেটফ্লিক্স
কমেডি ড্রামা মিমি, কৃতি স্যাননের (Kriti Sanon) এখনও পর্যন্ত বেস্ট পারফরম্যান্স নিঃসন্দেহে। কেরিয়ারের মধ্যগগনে ভিনদেশি এক দম্পতির বাচ্চার স্যারোগেট মায়ের চরিত্রে অভিনয় করার চ্যালেঞ্জ নেওয়া কম কথা নয়। কৃতির সঙ্গে ছবিতে ছিলেন পঙ্কজ ত্রিপাঠী(Pankaj Tripathy) এবং সুপ্রিয়া পাঠক(Supriya Pathak)। এ ছবি আপনাকে একই সঙ্গে হাসাবে, কাঁদাবে।
শেরনি/ অ্যামাজন প্রাইম
আইএফএস অফিসারের চরিত্রে অভিনয় করলেন বিদ্যা বালান(Vidhya Balan)। এমন এক অভিনেতা, যার নামটুকু বললেই নড়েচড়ে বসতে হয়। শেরনির (sherni) বিষয়বস্তুও বেশ অন্যরকম। মানুষ-পশুর অধিকার, উভয়ের দ্বন্দ্ব। বিদ্যার চরিত্রের লড়াই এখানে পিতৃতন্ত্রের বিরুদ্ধেও।
রশ্মি রকেট/ জি ফাইভ
গুজরাতের কচ্ছের রনের এক প্রত্যন্ত গ্রামের মেয়ে রশ্মি। স্প্রিন্টার হওয়ার স্বপ্ন দেখে রশ্মি। প্রতিভাও সাংঘাতিক। অথচ, পদে পদে বাধা, প্রতিকূলতা, আর এক এক করে সে সব পেরিয়ে আসার গল্প বলে রশ্মি রকেট (Rashmi Rocket)। রশ্মির ভূমিকায় তাপসী পন্নুর (Tapsee Pannu) জোরদার অভিনয় সত্যিই প্রশংসনীয়।
নেইল পলিশ/ জি ফাইভ
টানটান উত্তেজনা, সাসপেন্সে মোড়া ক্রাইম থ্রিলার হল নেইল পলিশ (Nail Polish)। পরপর টুইস্টে ভরা হত্যা রহস্য। মনস্তত্ত নিয়ে এত গভীরে গিয়ে কাজ বোধহয় আগে কখনও হয়নি হিন্দি ছবিতে। অর্জুন রামপাল Arjun Rampal) এবং মানব কউল এর অসামান্য অভিনয় সাড়া ফেলে দিয়েছেন বিনোদন জগতে। দর্শকদের অনুরোধ, নেইল পলিশের সিকোয়েল তৈরি হোক।
সন্দীপ অউর পিঙ্কি ফারার/ অ্যামাজন প্রাইম
দীবাকর ব্যানার্জির (Dibakar Banerjee) ডার্ক কমেডিতে পরিনিতি চোপড়া (Parineeti Chopra) একজন ব্যাঙ্ক একজিকিউটিভের ভূমিকায়। অর্জুন কাপুর(Arjun Kapoor) একজন সাসপেন্ডেড পুলিশ অফিসার। সন্দীপ আর পিঙ্কির পুরো আলাদা দুই জগত থেকে আসা, অথচ একসঙ্গে পথ চলা শুরু করল সব কিছু থেকে পালিয়ে। না, নিপাট রোম্যান্টিক গল্প বলে না এ ছবি। বরং বলে এই সমাজে থাকা নানা অন্ধকার দিকের কথা, নারী বিদ্বেষের কথা, কর্পোরেট ফাঁদের কথা, শ্রেণি বিভাজনের কথা।
আনকাহি কাহানিয়া/ নেটফ্লিক্স
তিনটে শর্ট ফিল্ম নিয়ে ছবি। তিনটে অভিনব গল্প। একটায় দোকানের কর্মী প্রেমে পড়ল তার দোকানেই সাজিয়ে রাখা ম্যানিকুইনের। অন্যগল্প সিঙ্গল স্ক্রিনের যুগের প্রেমকাহিনী। যখন প্রেম বলতে ছিল সিনেমাহলের কর্নারের দুটো সিট, একটু অন্ধকার, হাতে রাখা হাত। অন্যগল্প একেবারে শহুরে মুম্বইয়ের। দুজন মানুষের কাছে আসার একটাই কারণ, তাঁদের সঙ্গী ঠকিয়েছে।
বেলবটম/ অ্যামাজন প্রাইম
১৯৮০-এর দশকের একটি প্লেন হাইজ্যাকিং এর ঘটনাকে কেন্দ্র করে অক্ষয় কুমার অভিনীত এই ছবি। ২১০ জন বিমানযাত্রীকে বাঁচিয়ে নায়ক হবেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার (Akshay Kumar)।
হাসিন দিলরুবা/ নেটফ্লিক্স
তাপসী পন্নু, বিক্রান্ত মেসি অভিনীত ছবি হাসিন দিলরুবা (Hasin Dilruba)। একেবারে সস্তা ক্রাইম নভেলের পোকা সুন্দরী স্ত্রী। কিন্তু স্বামীর হত্যারহস্য উন্মোচন করতে বদ্ধপরিকর। ছবির টুইস্ট কিন্তু কথা ভুলিয়ে দেবে আপনার।