ওয়র্ক ফ্রম হোম, শব্দটা বছর ডেড়েক আগেও অচেনা ছিল অনেকের কাছে। অতিমারীই জনপ্রিয় করে দিল ওয়র্ক ফ্রম হোম। সম্প্রতি জানা গিয়েছে, গুগল নাকি ওয়র্ক ফ্রম হোম করলে যে বেতন দিচ্ছে কর্মীকে, অফিসে গিয়ে কাজ করলে তার থেকে বেশি দেওয়া হচ্ছে।
গুগল 'ওয়র্ক লোকেশন টুল' অপশন চালু করেছে, কোথা থেকে কাজ করতে পছন্দ করবেন কর্মী, সেটা পুট করলেই চলে আসছে বেতন সংক্রান্ত যাবতীয় তথ্য। সান ফ্রান্সিস্কো-র মতো শহরগুলো ছেড়ে কর্মী যদি অন্য শহরে কাজ করতে চান, সেক্ষেত্রে বেতন কমছে। বেতন কমানো বাড়ানোর কাজটা গুগলের ওই ওয়র্ক লোকেশন টুল স্বয়ংক্রিয় ভাবেই করছে।
সারা বিশ্বে গুগলের কর্মী সংখ্যা ১,৪০০০। কর্তৃপক্ষ অনুমান করছে, অতিমারীর পর সব স্বাভাবিক হলে ৬০ % কর্মী সপ্তাহের কয়েকটা দিন অফিসে আসবেন। ২০ % কর্মী অফিস থেকেই কাজ করবেন। বাকি ২০ % বেছে নেবেন পাকাপাকি ওয়র্ক ফ্রম হোম।