শনিবার সন্ধে ৬টায় কালীঘাটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে জুনিয়র ডাক্তারদের। জুনিয়র ডাক্তারদের পাঠানো মেলের জবাবি মেলে এই প্রস্তাব দিয়েছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তবে ৩০ জনের বদলে ১৫ জনকে ওই বৈঠকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
কালীঘাট ছেড়ে বেরিয়ে গেলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী
মুখ্যমন্ত্রীর আবেদনের পর ফের নিজেদের মধ্যে আলোচনা করছেন জুনিয়র ডাক্তাররা। তবে এখনও ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি।
মিটিং না করলেও আন্দোলনকারীদের চা খাওয়ার আমন্ত্রণ মুখ্যমন্ত্রীর।
আন্দোলনকারীদের বোঝাতে বাড়ি থেকে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জুনিয়র ডাক্তারদের ভিডিয়োগ্রাফারদের ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ফলে রাত ৮টা বেজে গেলেও এখনও শুরু হয়নি বৈঠক।
জুনিয়র ডাক্তারদের একাংশের দাবি লাইভ না হলেও ভিডিয়োগ্রাফি করতে দিতে হবে জুনিয়র ডাক্তারদের। যদিও সেবিষয়ে নিশ্চিয়তা পাওয়া যানি বলেই দাবি।
ফের লাইভ স্ট্রিমিং নিয়ে জটিলতা তৈরি হয়েছে কালীঘাটে। সূত্রের খবর, আন্দোলনকারীদের একটি অংশ দাবি করেছেন লাইভ স্ট্রিমিং করতেই হবে।
সূত্রের খবর, জুনিয়র ডাক্তারদের মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। মিটিং রুমের বাইরেই জমা রাখা হয়েছে ফোন।
নির্যাতিতার মা বলেন, ‘‘সুষ্ঠু সমাধান হোক। দোষীদের শাস্তি হোক। মুখ্যমন্ত্রী বলছেন, যদি কেউ দোষী থাকে, তাঁর শাস্তি হোক। দোষী তো সকলেই। আমি চাইব তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়ে শাস্তি দিন।’’
নবান্ন থেকে ১৫ জনকে থাকার প্রস্তাব দেওয়া হলেও ওই বৈঠকে ৩০ জন উপস্থিত রয়েছেন বলে জানা গিয়েছে।
কালীঘাট পৌঁছেই ফের We want Justice স্লোগান দিলেন জুনিয়র ডাক্তাররা।
৬টা ৪৫ মিনিট নাগাদ মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকলেন আন্দোলনকারী জুনিয়র ডাক্তাররা।
১) আরজি কর মেডিক্যাল কলেজের ধর্ষণ এবং খুনের ঘটনায় জড়িত সমস্ত দোষীকে দ্রুত চিহ্নিত করে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান
২) তথ্যপ্রমাণ লোপাটের সঙ্গে প্রত্যক্ষ/পরোক্ষ ভাবে জড়িতদের চিহ্নিত করে বিচার
৩) কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল, স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তার পদত্যাগ
৪) রাজ্যের সব মেডিক্যাল কলেজ, হাসপাতাল এবং স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করা
৫) রাজ্যের সব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভয়মুক্ত পরিবেশ গড়া এবং গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করা
৬টা ৪০ মিনিটে কালীঘাটে পৌঁছে গেল জুনিয়র ডাক্তারদের বাস।
মুখ্যমন্ত্রী ছাড়াও বৈঠকে রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।
ইতিমধ্যে কালীঘাটের প্রস্তুতি সারা। প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। রয়েছেন কলকাতা পুলিশের একাধিক শীর্ষ কর্তা। ব্যারিকেড করে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা।
মুখ্যসচিবের পাঠানো মেলে লাইভ স্ট্রিমিংয়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়নি। যদিও স্বচ্ছতা বজায় রাখা হবে বলে জানানো হয়েছে।
মাথায় হাত বুলিয়ে, ভয় দেখিয়ে আমাদের আন্দোলন তুলে নেওয়া যাবে না: আন্দোলনরত জুনিয়র ডাক্তার
বাসের ভিতরেও We want Justice স্লোগান জুনিয়র ডাক্তারদের
স্বাস্থ্যভবন থেকে কালীঘাটের উদ্দেশে বাস ছাড়ল।
কালীঘাটের উদ্দেশে যাত্রা শুরু জুনিয়র ডাক্তারদের। মোট ৩০ জন জুনিয়র ডাক্তার বৈঠকে যাচ্ছেন