ইসকন ও সহযোগী সংগঠনগুলির ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন স্থগিত করার নির্দেশ বাংলাদেশ সরকারের। ফ্রিজড অ্য়াকাউন্টের তালিকায় আছে চিন্ময় কৃষ্ণ দাস-সহ অনেকের নাম। ডেইলি স্টারের একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বাংলাদেশ সেন্ট্রাল ব্যাঙ্কের আর্থিক গোয়েন্দা বিভাগ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স।
ইউনিটের নির্দেশ, ৩০ দিন ওই অ্যাকাউন্টগুলি থেকে কোনও টাকা লেনদেন করা যাবে না। বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশ পাঠিয়েছে BFIU। শুধু তাই নয়, সব হিসেবও তিন দিনের মধ্যে দফতরে পাঠাতে হবে।
উল্লেখ্য, এর আগে ইসকনকে নিষিদ্ধের আর্জি করে হাই কোর্টে রিট পিটিশন দাখিল করা হয়। পরে অবশ্য সেই মামলা খারিজ করে দেয় হাই কোর্ট। হাই কোর্টের পর্যবেক্ষণ, ইসকনকে নিষিদ্ধ করা হবে কিনা, তা নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শুক্রবার এসবের মধ্যেই চিন্ময়কৃষ্ণ-সহ ১৭ জনের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। নির্দেশিকায় জানানো হয়েছে ইসকন ও তাদের সহযোগী সংগঠনগুলির অ্যাকাউন্ট আগামী এক মাস কোনও টাকা-পয়সা লেনদেন করতে পারবে না।
বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশকে ইসকনকে নিষিদ্ধ করার দাবি উঠেছিল বলে অভিযোগ। শুক্রবার ইসকনকে নিয়ে নতুন সিদ্ধান্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। BFIU চিঠিতে উল্লেখ করেছে, বাংলাদেশের আর্থিক দুর্নীতি মামলায় ইসকন ও এর স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও তাদের মালিকাধীন প্রতিষ্ঠানের নামে পরিচালিত সব হিসাব সংক্রান্ত তথ্য আগামী তিন দিনের মধ্যে তাদের সব হিসেব তাঁদের দফতরে পাঠাতে হবে।
উল্লেখ্য, বাংলাদেশের সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার ইসকনের পক্ষ থেকে জানানো হয়, কয়েক মাস আগেই চিন্ময় কৃষ্ণ দাসকে সব ধরনের কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। চিন্ময় দাস ইসকন বাংলাদেশের মুখপাত্র নন। তাই তাঁর বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিত। ২৪ ঘণ্টার মধ্যেই চিন্ময় কৃষ্ণ দাসের আন্দোলনকে সমর্থন করা নিয়ে অবস্থান স্পষ্ট করে ইসকন। জানিয়ে দেওয়া হয়েছে,তাঁর আন্দোলনকে সমর্থন করে ইসকন। এবার ১৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন স্থগিত করল বাংলাদেশ সরকার।