21 July Sahid Diwas: তৃণমূলের শহিদ দিবস উপলক্ষ্যে সভা মঞ্চে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২ অক্টোবর দিল্লিতে ধরনা দেওয়ার ঘোষণা করেন তিনি।
এই বৃষ্টি শহিদদের চোখের জল
লক্ষাধিক লোক সমাবেশে ঢুকতে পারেনি
পঞ্চায়েতে বিপুল জয়ের জন্য শুভেচ্ছা জানালেন
অনুমতি পেলে পঞ্চায়েতে বোর্ড গঠন
মণিপুর বাসীদের সঙ্গে আমরা আছি
১০০ দিনের কাজ বন্ধ করে দিয়েছে
গরিব মানুষদের টাকা বন্ধ করে রেখেছে কেন্দ্র
২ অক্টোবর দিল্লিতে ধরনা করা হবে
বাংলাকে ভাতে মারা যাবে না
পঞ্চায়েতে বিক্ষিপ্ত কয়েকটি ঘটনা ঘটেছে
যে ঘটনা ঘটেছে তার জন্য দুঃখিত
আমরা কঠোর পদক্ষেপ নিয়েছি
৭০ হাজার বাংলার পুলিশ ছিল
কাল-পরশু থেকে ফের CBI, ED রেইড করবে
তৃণমূল কংগ্রেসকে শেষ করার ক্ষমতা নেই
INDIA কে শেষ করার ক্ষমতা নেই
বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে পঞ্চায়েত ভোটে খুন হয়েছিল ৮৯জন
তিনটি জায়গায় গোলমাল হয়েছে। ভাঙড়, ডোমকল, ইসলামপুরে-কোচবিহারে ঝামেলা হয়েছে
বিজেপির পরিকল্পনা করে ফেক ভিডিও করছে
বাংলাকে অসম্মান করার চক্রান্ত করেছে
মা-বোনের প্রতি একটুও ভালোবাসা নেই প্রধানমন্ত্রীর?
নাম না করে শুভেন্দুকে তোপ মমতার
উত্তর বঙ্গ-দক্ষিণ বঙ্গকে ভেঙে দিয়েছে বিজেপি
হিন্দু-মুসলিমের মধ্যে বিভাজনের রাজনীতি করছে
ভোট এলেই শুধুই আশ্বাসবানী বিজেপির
মিডিয়া ট্রায়ালে বিচার হচ্ছে
বৃষ্টি বলে দিচ্ছে 2024 সালে নতুন করে INDIA সৃষ্টি হবে
খেলা হবে প্রকল্পের সূচনা
আমাদের ক্ষমতা চাই না, শান্তি চাই
দাঙ্গা ও হিংসা করা কাজ বিজেপির
ভারত জিতবে, মোদী হারবে
অত্যাচার করব না আমরা
মোদীকে ফের নন্দলাল বলে কটাক্ষ
গ্যাসের দাম নিয়ে কটাক্ষ মমতার
মণিপুরে প্রচুর মানুষকে হত্যা করা হয়েছে
বিজেপির রাজ্যে অপরাধীরা ছাড় পায়। খুনী, ধর্ষকরা ছাড়া পায়
মণিপুর কাণ্ডের জন্য নীরবতা পালন মমতা বন্দ্যোপাধ্যায়ের
আমরা মানুষের কাছে কৃতজ্ঞ
২০২৩ সালের পঞ্চায়েতে তৃণমূল জয়ী হওয়ায় আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি
কোনও নেতার কথায় এবার প্রার্থীপদ দেওয়া হয়নি
তৃণমূল কংগ্রেস একক ভাবে লড়াই করে ৫২ শতাংশ ভোট পেয়েছে
বিরোধীদের কাছে সব আছে কিন্তু মানুষ নেই
তৃণমূলের সঙ্গে সাধারণ মানুষ আছে
তৃণমূল কংগ্রেসে ধমকে লাভ নেই
২০২৪ জিতবে INDIA
আগামীদিনে দিল্লিতে আন্দোলন হবে
২০১০-এর ২১ জুলাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে
৫ অগাস্ট সব BJP নেতাদের বাড়ি ঘেরাও
মণিপুর কাণ্ডে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তোপ
২ অক্টোবর দিল্লি চলো-র ডাক অভিষেকের
সভামঞ্চে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে সেসময় বক্তব্য রাখছিলেন সায়নী ঘোষ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এক নদী রক্ত দেব
মা মাটি মানুষের অধিকারের জন্য আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
INDIA তৈরি হওয়ার পর ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদী
মোদী হঠাও দেশ বাঁচাও
INDIA জিন্দাবাদ স্লোগান তোলেন তিনি
অর্থ দিয়ে সরকার ভাঙাচ্ছে বিজেপি
বিজেপিকে ভয় পাওয়ার কোনও দরকার নেই
বিরোধী দলগুলি ঐক্যবদ্ধ হলে বিজেপি হারবে
মমতাকে ছুঁতে পারবে না বিজেপি
কালীঘাট থেকে সভামঞ্চের দিকে রওনা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে কালীঘাটে তাঁর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন শহিদদের পরিবারের সদস্যরা। তাঁদের সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়কে হার্মাদরা ডান্ডা দিয়ে মেরেছিল
বারবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়
আগামী লোকসভা ভোটে INDIA জিতবে
শহিদ দিবসের মঞ্চে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি।
আগ্নেয়াস্ত্র,মাদক সহ এক ভুয়ো পুলিশকে গ্রেফতার করল পুলিশ। যুবকের কাছে একটি ভোজালি পাওয়া গেছে বলেও খবর। অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম নূর আলম। তাঁর কাছ থেকে BSF এর পরিচয় পত্র পাওয়া গেছে। কোথা থেকে ওই ব্যক্তি এসেছে তা এখনও জানা যায়নি।
এখনও পর্যন্ত শহিদ দিবসের মঞ্চে রয়েছেন শুভাপ্রসন্ন, পরিচালক হরনাথ চক্রবর্তী, বেচারাম মান্না, সায়নী ঘোষ, সৌগত রায়, শান্তনু সেন,মহুয়া মৈত্র প্রমূখ।
ইতিমধ্যে শহিদ সমাবেশে পৌঁছে গেছেন বেচারাম মান্না। অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া ব্রিজে মিছিল। পুরোপুরি স্তব্ধ হাওড়া ব্রিজ।
মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য কলকাতার একাধিক জায়গায় জায়ান্ট স্ক্রিন। পার্ক স্ট্রিট, হাজরা, শ্যামবাজার সহ বিভিন্ন জায়গায় ওই স্ক্রিন লাগানো হয়েছে।
জেলা থেকে তৃণমূল কর্মী ও সমর্থকরা ইতিমধ্যে আসতে শুরু করেছেন কলকাতায়। হাওড়া ও শিয়ালদা স্টেশনে বাড়ছে ভিড়। মিছিল করে তাঁরা যাচ্ছেন শহিদ দিবসের মঞ্চের দিকে।
এবারে মোট তিনটি ভাগে ২১ জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয়েছে। মঞ্চের একদম প্রথমে থাকবেন মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং দলের শীর্ষ নেতা ও আমন্ত্রিতরা থাকবেন মঞ্চের দ্বিতীয় ও তৃতীয় ধাপে।
২১ জুলাই সভা শুরুর আগে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়। তিনি লেখেন, "শহিদ দিবস আমাদের হৃদয়ে আবেগের জন্ম দেয়। আজ ১৩ জন শহিদকে শ্রদ্ধা নিবেদন করা হয়। যাঁরা অত্যাচারীদের সঙ্গে লড়াই করেছিলেন এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রেখেছিলেন।"
দুবরাজপুর, আসানসোল থেকে সকাল থেকেই ট্রেনে করে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা। অন্যদিকে কচুবেড়িয়া থেকে নৌকা করে কলকাতা আসছেন অনেকেই।
আলিপুর জানিয়েছে দুপুরের দিকে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।
শুক্রবার সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। সমাবেশ স্থলে আসছেন জেলার কর্মী ও সমর্থকরা।