ফ্ল্যাটের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল ১৪ বছর বয়সী এক নাবালিকা। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে। রবিবার রাতে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল তার। তারপর সোমবার সকালে মেয়ের চরম সিদ্ধান্তে রীতিমতো হতবাক পরিবারের সকলে। তাঁরা একটি ফ্ল্যাটে থাকতেন।
কী ঘটেছিল?
পরিবারের তরফে জানানো হয়েছে, রবিবার রাতে কোনও একটি বিষয় নিয়ে মায়ের সঙ্গে ঝগড়া হয়েছিল ওই নাবালিকার। তারপর থেকে চুপচুপ নিজের ঘরেই ছিল সে। সোমবার সকালে অফিস চলে যান নাবালিকার বাবা এবং কলেজ যায় তার দাদা। বাড়িতে ছিল নাবালিকা এবং তার মা। নাবালিকার মা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। সেই সময়ই ছাদে গিয়ে সেখান থেকে ঝাঁপ দেয় ওই নাবালিকা।
এদিকে জোরালো আওয়াজ শুনতে পেয়ে দ্রুত নেমে আসেন ফ্ল্যাটের বাসিন্দারা। তাঁরা ওই নাবালিকাকে পড়ে থাকতে দেখেন। তাঁরা ওই নাবালিকাকে উদ্ধার করে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তারা পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। কী কারণে নাবালিকা আত্মহত্যার সিদ্ধান্ত নিল তা জানতে তদন্ত শুরু হয়েছে।