আর জি কর কাণ্ডের পর এই প্রথম ভোট রাজ্যে। ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন বুধবার। নির্ধারিত সময়েই শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া ভোটগ্রহণ শুরুর প্রথম কয়েকঘণ্টা নির্বিঘ্নেই কেটেছে বলে দাবি কমিশনের।
সকাল ১১টা পর্যন্ত বাংলার ছয় কেন্দ্রে ৩০.০৩ শতাংশ ভোট পড়ল। এখনও পর্যন্ত ভোটদানের হারে এগিয়ে তালড্যাংড়া। সেখানে ভোট পড়েছে গড়ে ৩২ শতাংশ। এ ছাড়াও নৈহাটি, সিতাই, মাদারিহাট, মেদিনীপুর, হাড়োয়াতে ভোটদানের হার যথাক্রমে ২৫.১৭ শতাংশ, ২৯ শতাংশ, ৩১.৮৬ শতাংশ, ৩০.২৫ শতাংশ এবং ৩১.২ শতাংশ।
জগদ্দলে ভোট চলাকালীন শ্যুটআউট, গুলিবিদ্ধ ১
নির্দিষ্ট সময়েই শুরু উপনির্বাচন। বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ।