Sub Inspector Suspended : 'কর্তব্যে গাফিলতি', সাসপেন্ড বারাবনির SI, পুলিশমন্ত্রীর নির্দেশের পরেই তৎপরতা

Updated : Nov 22, 2024 11:01
|
Editorji News Desk

নির্দেশেই পরেই কাজ। 
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হল পশ্চিম বর্ধমানের বারাবনি থানার সাব ইন্সপেক্টর মনোরঞ্জন মণ্ডলকে। তাঁর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ রয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কাছে। 

টাকার বিনিময়ে রাজ্য বালি থেকে কয়লা পাচারে সাহায্য করছে পুলিশের নিচুতলার একাংশ। নবান্নে সাংবাদিক বৈঠক করে এই অভিযোগ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের পুলিশমন্ত্রীও বটে। পুলিশমন্ত্রীর নিশানায় পুলিশ হওয়ার পরেই তৎপরতা শুরু হয় প্রশাসনিক মহলে। মমতার অভিযোগ ছিল, কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মিশে পুলিশের একাংশ টাকা খেয়ে চুরিতে সাহায্য করছে। এটা তিনি বরদাস্ত করবেন না। 

কী অভিযোগ রয়েছে মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে ? 

আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বারবনি থানার এসআইয়ের বিরুদ্ধে কর্তব্য গাফিলতির অভিযোগ উঠেছিল। বিভাগীয় তদন্তও চলছিল। ওয়াকিবহাল মহলের মতে, নবান্ন থেকে পুলিশমন্ত্রী কড়া বার্তার পর আর দেরি করতে চায়নি কমিশনারেট। 

সাসপেনশনে থাকার সময় মূল বেতনের অর্ধেক পাবেন ওই পুলিশ আধিকারিক। তবে অন্যান্য ভাতা তিনি পাবেন বলে জানানো হয়েছে। পরবর্তী নির্দেশ না-আসা পর্যন্ত ওই এসআই-কে পুলিশের কাজে ব্যবহৃত জিনিসপত্র আসানসোল পুলিশ লাইনে জমা দিতে বলা হয়েছে।

নবান্ন থেকে আরও একটি ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বদলে দেবেন সিআইডির খোলনলচে। এই বার্তা পাওয়ার পর জেলায় তৎপরতা শুরু করেছে সিআইডিও। একই সঙ্গে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স এবং দুর্নীতি দমন শাখাকে আরও শক্তিশালী করারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন

editorji | লোকাল

Murshidabad News: এবার চিকিৎসকের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ, চাঞ্চল্য মুর্শিদাবাদে

editorji | লোকাল

RG Kar Upadate: নির্যাতিতার পরিবারের হয়ে মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার, কারণ জানালেন স্বয়ং আইনজীবী