কম খরচে যাতায়াত মানেই ভারতীয় রেল। লোকাল বা এক্সপ্রেস ট্রেনে করে গন্তব্যে পৌঁছে যাওয়া যায় সহজেই। নিরাপত্তার বিষয়েও যথেষ্ট উদ্যোগী রেল কর্তৃপক্ষ। প্রতিটি স্টেশনেই থাকে রেলের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও প্রতিটি এক্সপ্রেস ট্রেন এবং লোকাল ট্রেনের মহিলা কামরাতেও কড়া পুলিশি নিরাপত্তা থাকে।
মহিলাদের জন্য কিছু বিশেষ লেডিস স্পেশাল ট্রেন রয়েছে। এছাড়াও প্রতিটি লোকাল ট্রেনেই থাকে দুটি করে লেডিজ কামরা। যেখানে চড়ার অধিকার শুধু মহিলাদের। কঠোরভাবে পুরুষ ওঠা নিষিদ্ধ। কিন্তু নিয়মের তোয়াক্কা না করে অনেকেই মহিলা কামরায় চাপেন। কিন্তু তাঁদের জরিমানার সম্মুখীন হতে হয়। এমনকি জেলও হতে পারে। এবার এই বিষয়ে আরও কড়া পদক্ষেপ নেবে পূর্ব রেল।
সম্প্রতি পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত রেল সুরক্ষা বাহিনী পূর্ব রেলের একাধিক ট্রেনে অভিযান চালায়। মূলত মহিলা কামরায় বেআইনিভাবে যে সব পুরুষ উঠেছিলেন তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
১৯৮৯ সালের রেল আইনের ১৬২ ধারা অনুযায়ী মহিলা কামরায় অনুমোদনহীন পুরুষ যাত্রী ওঠা সম্পূর্ণ বেআইনি। এর জন্য জেল-জরিমানা হতে পারে।
রেলের তরফে জানানো হয়েছে, ১ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত হাওড়া বিভাগে গ্রেফতার করা হয়েছে ১২৭ জনকে। তাঁদের কাছ থেকে ৪ হাজার ৫৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। শিয়ালদহ স্টেশনে গ্রেফতার করা হয়েছে ২০০ জনকে। সেখান থেকে জরিমানা আদায় করা হয়েছে ২৪ হাজার ৪০০ টাকা। এবং মালদা ডিভিশনে ৩৩ জনকে গ্রেফতার করে জরিমানা বাবদ বাজেয়াপ্ত করা হয়েছে ৮০০ টাকা।
চলতি বছরের জুলাই মাসেই কলকাতা হাইকোর্ট একটি মামলার রায় দিয়েছিল। সেখানে রায়দানে বিচারপতি জানিয়েছিলেন,লেডিস স্পেশাল কামরা বা ট্রেনে পুরুষ উঠলেই জরিমানার সম্মুখীন হতে হবে।
পূর্ব রেলের এই কাজে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষকে আহ্বান করেছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, লেডিস কামরায় পুরুষ প্রবেশ সম্পূর্ণ বন্ধ করতে আরও উদ্যোগী হবে রেল। আগামী দিনে আরও অভিযান চালানো হবে।