কে সিংহাসন দখল করবে? কমলা হ্যারিস না ডোনাল্ট ট্রাম্প? মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। শুরু হয়েছে গণনা। শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে। জর্জিয়া, নর্থ ক্যারোলাইনা ও পেনসিলভানিয়ায় এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে মিশিগানে কমলা হ্যারিসের পাল্লা ভারি।
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্প।
নর্থ ক্যারোলাইনার পর জর্জিয়ায় জয়ী হয়েছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প। তবে শহর ও শহরতলির কাউন্টিগুলোতে উল্লেখযোগ্যভাবে ভালো ফলাফল করেছেন কমলা হ্যারিস।
অনলাইনে ভোট গ্রহণের স্বচ্ছতা নিয়ে উঠেছিল প্রশ্ন। কিন্তু নির্বাচনী কর্মকর্তারা সেই অভিযোগগুলির মধ্যে কয়েকটি অভিযোগ নাকচ করে দিয়েছেন। নাকচ করে দেওয়া অভিযোগগুলির মধ্যে রয়েছে ডোনাল্ড ট্রাম্পের একটি অভিযোগ রয়েছে।
‘নিউ ইয়র্ক টাইমস’-এর প্রকাশিত খবর অনুযায়ী, এখনও পর্যন্ত ট্রাম্প এগিয়ে রয়েছে ফ্লোরিডা, টেক্সাসের মতো প্রদেশগুলিতে জয়ী রিপাবলিকানরা। সেখানে কমলার ঝুলিতে রয়েছে নিউ ইয়র্ক, ইলিনয়েস-সহ বেশ কয়েকটি প্রদেশ। আসনের পরিসংখ্যান অনুযায়ী, রিপাবলিকানরা এগিয়ে ১৯৮ আসনে এবং ডেমোক্র্যাটরা ১০৯ আসনে।
পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ার গণনার সময় বোমাতঙ্ক। যদিও বোমার কোনও সন্ধান পাওয়া যায়নি।
বিভিন্ন বুথফেরত সমীক্ষায় জানানো হয়েছিল এবার ক্ষমতায় আসতে পারেন কমলা হ্যারিস। তবে গণনার প্রাথমিক ট্রেন্ড অনুযায়ী এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে মোট ৫০টি রাজ্য আছে। বেশিরভাগ রাজ্যই প্রতি নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলকে সমর্থন করে।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা জানিয়েছেন কয়েকটি রাজ্য রয়েছে সেখানে নির্দিষ্ট কোন দলের প্রতি আনুগত্য থাকে না - যেকোনও দলের প্রার্থী জিততে পারেন। ওই রাজ্যগুলো হচ্ছে - নেভাদা, আরিজোনা, নর্থ ক্যারোলাইনা, জর্জিয়া, উইসকনসিন, মিশিগান এবং পেনসিলভানিয়া।
নির্বাচনে জয়লাভের জন্য বড় রাজ্যগুলোর জয় বেশি গুরুত্বপূর্ণ।