ধ্যানচাঁদ খেলরত্ন পাচ্ছেন নীরজ চোপড়া (Neeraj Chopra), রবি দাহিয়া (Ravi Dahiya), সুনীল ছেত্রী (Sunil Chhetri) সহ মোট ১২ জন অ্য়াথলেট। রাষ্ট্রপতি ভবনের দরবার হলে ১৩ নভেম্বর তাঁদের হাতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এই সম্মান তুলে দেবে।
এই বছর খেলরত্নের তালিকায় আছেন টোকিও অলিম্পিকে পদক জয়ী নীরজ চোপড়া, রবি দাহিয়া, লাভলিনা বোরগোহেন । খেলরত্ন পাচ্ছেন ভারতীয় হকি টিমের খেলোয়াড় পিআর শ্রীজেশ (PR Sreejesh) ও মনপ্রীত সিং (Manpreet Singh)। ক্রিকেট থেকে খেলরত্ন পাচ্ছেন মহিলা টিমের ক্রিকেটার মিতালী রাজ (Mithali Raj)। ফুটবলে খেলরত্ন দেওয়া হচ্ছে সুনীল ছেত্রীকে।
প্যারালিম্পিক্সে ছয় পদকজয়ী এবার খেলরত্ন পাচ্ছেন। এই তালিকায় আছেন আভানি লেখারা, সুমিত আন্তিল, প্রমোদ ভগত, মনীশ নারওয়াল ও কৃষ্ণা নাগর।
হকি প্লেয়ার মনপ্রীত সিং ও অলিম্পিকে রুপো জয়ী বক্সার রবি দাহিয়া অর্জুন পুরস্কারের জন্য নাম মনোনয়নে পাঠান। কিন্তু তাঁদের নামও খেলরত্নের জন্য বেছে নেওয়া হয়েছে।