কো-উইন অ্যাপ(CoWIN App)-এর উড়ান এবার বিদেশমুখী! অন্তত ১২টি দেশ এই অ্যাপ(CoWIN App) নিয়ে ভারতের সঙ্গে কথাবার্তা জারি রেখেছে। প্যারাগুয়ে, উরুগুয়ে, ব্রাজিল, চিলি, আর্জেন্টিনা, কলম্বিয়া, ঘানা, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, সুরিনাম, ভেনেজুয়েলা কো-উইন অ্যাপের(CoWIN App) প্রযুক্তি নিতে মউ চুক্তি স্বাক্ষর করবে বলে জানা গিয়েছে।
India Covid Update: গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ১০,২২৯, মৃত্যু হয়েছে ১২৫ জনের
ইতিমধ্যেই ভ্যাকসিনে ১০০ কোটির মাইলস্টোন ছুঁয়েছে ভারত। প্রথম থেকেই টিকাকরণকেই একমাত্র হাতিয়ার করে করোনাযুদ্ধে(Coronavirus) এগিয়েছে ভারত। শুধু টিকাকরণ নয়, এই লড়াইয়ে প্রযুক্তিকে হাতিয়ার করে কো-উইন অ্যাপ(CoWIN App) তৈরি করে ভারত। এর মাধ্যমে টিকাকরণ, নমুনা পরীক্ষা, কোভিড আক্রান্তের সংখ্যা ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যায়। ইতিমধ্যেই এই কো-উইন অ্যাপ(CoWIN App) নজর কেড়েছে গোটা বিশ্বের।