করোনা টিকার পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত বিতর্কের জেরে বড় সিদ্ধান্ত নিল টিকা প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রোজেনেকা। গোটা বিশ্ব থেকেই তুলে নেওয়া হবে কোভিশিল্ড সহ সংস্থার তৈরি যাবতীয় করোনা টিকা। তবে অ্যাস্ট্রোজেনেকা দাবি করেছে, এই সিদ্ধান্তের সঙ্গে পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও সম্পর্ক নেই। বাণিজ্যিক কারণেই তুলে নেওয়া হচ্ছে টিকা।
পার্শ্বপ্রতিক্রিয়া সংক্রান্ত বিতর্কের প্রেক্ষিতে অ্যাস্ট্রাজেনেকার রিপোর্টে স্বীকার করা হয়, তাদের সংস্থার তৈরি টিকা নেওয়ার পরে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে। থ্রম্বোসিস থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম নামক এক ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ায় শরীরে রক্ত জমাট বেঁধে যাচ্ছে। এর ফলে
হার্ট অ্যাটাক হতে পারে৷ হতে পারে প্রাণহানিও।
ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রিটেনে এই টিকা ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে। ব্রিটেনে কমপক্ষে ৮১ জনের মৃত্যু হয়েছে এই উপসর্গ নিয়ে।